ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

 মানবপাচার ও অপহরণ চক্রের হোতা আরিফ গ্রেফতার

 মানবপাচার ও অপহরণ চক্রের হোতা আরিফ গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের মানবপাচার ও অপহরণ করে মুক্তিপণ আদায়কারি একটি চক্রের মূলহোতা আরিফুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।

রবিরার মধ্যরাতে টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল ইসলাম ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মানবপাচার আইনে ৩ টি, অপহরণ করে মুক্তিপণ আদায়ের ২ টি সহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব জানিয়েছেন, আরিফুল ইসলাম টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো: ফারুক ভাই। ফারুক মেম্বারের ছত্রছায়ায় আরিফ এলাকায় ভয়ংকর মানবপাচার ও অপহরণ সিন্ডিকেট গড়ে তোলাসহ স্থানীয় কিশোর গ্যাং তৈরি করে এলাকার মানুষকে জিম্মি করে রাখে।

কক্সবাজারস্থ র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, নতুন পল্লানপাড়ার বৈদ্যঘোনা পাহাড়ী এলাকায় আস্তানা করে আরিফ স্থানীয় বাঙালী ও রোহিঙ্গাদের জিম্মি করে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে মিয়ানমার ও মালয়েশিয়ায় পাচার এবং মুক্তিপণ আদায় করেছে আসছে। তাকে গ্রেপ্তারের পর টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

কক্সবাজারে,মাবনপাচার,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত